বুন্দেসলিগা

বায়ার্ন-রাজত্বের অবসান, প্রথমবার চ্যাম্পিয়ন লেভারকুসেন

খেলাধুলা ডেস্ক :

গত দশকে জার্মানির ক্লাব ফুটবলের সর্মাথক হয়ে উঠেছিল বায়ার্ন মিউনিখ। ঘরোয়া লীগ বুন্দসেলীগা মানেই ছিল বায়ার্নের একচেটিয়া আধিপত্য।

- Advertisement -

২০১১-১২ মৌসুমের এই জার্মান জায়ান্টদের প্রতিদ্বন্দ্বী হতে পারেনি আরও কোন দল। টানা ১২ মৌসুম চ্যাম্পিয়ন হয়ে লীগ শিরোপাকে অনেকটা নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন টমাস মুলাররা।

- Advertisement -google news follower

বরুশিয়া, লাইপিজেগ অনেকবার সম্ভাবনা জাগালেও বায়ার্নের প্রায় এক যুগের আধিপত্যে চিড় ধরাতে পারেনি। তবে সেই অসাধ্য সাধন করার আভাস দিয়েছিল লেভারকুসেন। লীগ সমাপ্তির বেশ আগে পেয়েও গেল চূড়ান্ত সাফল্যের দেখা।

লিগে পাঁচ ম্যাচ বাকি থাকতেই ২০২৩–২৪ বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হয়েছে লেভারকুসেন। ১২০ বছরের ক্লাব ইতিহাসে এটিই শীর্ষ লিগে লেভারকুসেনের প্রথম ট্রফি। এর আগে পাঁচবার রানার্সআপ হয়েছে তারা। টানা ১১ মৌসুম পর নতুন চ্যাম্পিয়ন পেল বুন্দসেলীগা।

- Advertisement -islamibank

আজ ভেরডার ব্রেমেনকে ৫–০ গোলে হারানোয় লেভারকুসেনের পয়েন্ট দাঁড়িয়েছে ২৯ ম্যাচে ৭৯। লিগ পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখের পয়েন্ট সমান ম্যাচে ৬৩। দুই দলের ব্যবধান ১৬ পয়েন্ট হয়ে যাওয়ায় পরের পাঁচ ম্যাচে হারলেও শীর্ষেই থাকবেই লেভারকুসেন।বায়ার্ন, চ্যাম্পিয়ন, লেভারকুসেন

আজ জিতলেই শিরোপা, এমন সমীকরণ থাকায় লেভারকুসেন সমর্থকেরা বিজয়োৎসবের প্রস্তুতি নিয়েই মাঠে এসেছিলেন। ম্যাচ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম।

পতাকা, ব্যানার আর স্কার্ভ তো ছিলই, অনেকেই সঙ্গে করে নিয়ে এসেছেন বুন্দেসলিগা ট্রফির রেপ্লিকা।

ম্যাচশেষের বাঁশি বাজার আগেভাগেই শুরু হয়ে যায় তাদের বাঁধভাঙা উল্লাস।প্রিয় দলের প্রথম শিরোপা জয়ের এই উল্লাসের রেশ নিশ্চয় অব্যাহত থাকবে আরও বেশ কয়েকদিন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM