প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন শেষে চট্টগ্রাম নগরে ফিরতে শুরু করেছে মানুষ।
সোমবার (১৫ এপ্রিল) নগরের নতুন ব্রিজ, বহদ্দারহাট, অলংকার, হাটহাজারী বাস স্টেশন, জিইসি মোড়, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড়, বিআরটিসিসহ প্রায় সবকটি বাস কাউন্টারে যাত্রী আগমনের ভিড় দেখা গেছে।
সকালে নতুন ব্রিজ এলাকার বাস টার্মিনালে দূরপাল্লার অনেক বাস এসেছে। সেখানে ঘরমুখো মানুষের ভিড় ছিল লক্ষ্যণীয়। তারা অনেকটাই নির্বিঘ্নে গন্তব্যে এসে পৌঁছেছেন।
দেশের বিভিন্ন স্থান থেকে এদিন সকালে যাত্রীবাহী বাসগুলো চট্টগ্রামে নিয়ে আসছে যাত্রী। সড়কে বাড়ছে পরিবহন সংখ্যাও।
মারসা পরিবহনের বাসে চট্টগ্রাম পৌঁছে সোহরাব হোসেন মিলন বলেন, আজ অফিস করতে হবে। তাই সকালেই চলে এসেছি।
চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, আজ থেকে শহরে মানুষ আসা শুরু করেছে। তবে, আজ বিকেল থেকে নগরমুখী মানুষের চাপ বাড়বে।
সকালে চট্টগ্রাম রেলস্টেশন ঘুরে দেখা যায়, সকাল থেকেই যাত্রীদের ভিড়। সবারই চাকরিতে ফেরার ব্যস্ততা। ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। চট্টগ্রামমুখী যেসব ট্রেন আসছে, সেসব ট্রেনেও অনেক মানুষকে যাত্রী হয়ে ফিরতে দেখা গেছে।
যাত্রীরা জানান, পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে পারা অনেক সৌভাগ্যের। যাওয়ার সময় কষ্ট হলেও স্বস্তি নিয়ে ফিরতে পারছেন। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। তবে বরাবরের মত ঈদ পরবর্তী যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের মুখে।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মো. মনিরুজ্জামান বলেন, ঈদের ছুটিতে বাড়ি ফিরতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ছুটি শেষে কর্মস্থলে ফেরার সময় তেমন ভিড় নেই। সোমবার সরকারি অফিস, আদালত খোলা থাকায় রোববার যাত্রীর উপস্থিতি তুলনামূলক বেশি ছিল।
জেএন/হিমেল/এমআর