স্মার্ট দেশের জন্য স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হবে-আ জ ম নাছির

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, স্মার্ট দেশের জন্য স্মার্ট সোসাইটি গড়ে তুলতে হবে।

- Advertisement -

এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার সাথে নাগরিক হিসেবে যুক্ত হতে হবে। এতে আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট উন্নত রাষ্ট্রে পরিণত হবে এই দেশ।

- Advertisement -google news follower

সোমবার (১৫ এপ্রিল) রাত ৮টায় বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী পল্লী উন্নয়ন সমিতি উদ্যোগে বাসন্তী পূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে নিজ নিজ ধর্ম পালন করতে হবে। তবে ধর্মান্ধ হওয়া যাবে না।

- Advertisement -islamibank

সমিতির সভাপতি মৃদুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাপ্পা চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি শফিউল আলম শফিক, উপজেলা শ্রমিক লীগ সভাপতি সাদেকুর রহমান খোকা ও জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা মো.ইউনুস।

জেএন/পুজন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM