পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে সফরে আসবে ভারতের নারী ক্রিকেট দল।
তৃতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ভারত নারী ক্রিকেট দল। আসন্ন এ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় দলে নতুন মুখ দুইজন। তারা হলেন লেগ স্পিনার আশা সোভানা ও হার্ড হিটার ব্যাটসম্যান সাজানা সজীবন।
এছাড়া দুই বছর পর দলে ফিরেছেন শ্রেয়াঙ্কা পাতিল ও দয়ালন হেমলতা ওমেন্স প্রিমিয়ার লিগে আশা সোভানা দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হন। দলে ফেরা শ্রেয়াঙ্কা ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি।
ভারতীয় দল বাংলাদেশে এসে পৌঁছাবে ২৩ এপ্রিল। সিরিজের প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির। ২৮ এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। সিরিজের সব ম্যাচ হবে সিলেটে।
ভারত নারী ক্রিকেট দল : হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ–অধিনায়ক), শেফালি ভার্মা, দয়ালন হেমলতা, সাজানা সজীবন, রিচা ঘোষ, যষ্টিকা ভাটিয়া, রাধা যাদব, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, আমানজোত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, আশা সোভানা, সাইকা ইসহাক, তিতাস সাধু ও রেনুকা সিং।
জেএন/পিআর