একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি (২৯৮) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। সোমবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি জেলা প্রশাসনের হল রুমে রিটার্নিং কর্মকতা ও খাগড়াছড়ি জেলা প্রশাসক শহীদুল ইসলাম প্রার্থীদের এ প্রতীক বরাদ্দ দেন।
আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা নৌকা প্রতীক বরাদ্দ নেন। বিএনপি প্রার্থী মো. শহীদুল ইসলাম ফরহাদ দলীয় নেতা-কর্মীদের নিয়ে ধানের শীষ প্রতীক নেন। জাতীয় পার্টির প্রার্থী সোলেমান আলম শেঠ এর পক্ষে দলীয় নেতা-কর্মীরা লাঙ্গল প্রতীক ও ইসলামী আন্দোলেন বাংলাদেশ এর প্রার্থী মো. আব্দুল জব্বার দলীয় নেতাকর্মীদের নিয়ে হাত পাখা প্রতীক বরাদ্দ নেন।
নির্বাচনে এ আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমা লড়বেন সিংহ প্রতীক নিয়ে।