লামায় চাম্পাতলী বৌদ্ধ বিহারের চেরাং ঘরে আগুন

দেশজুড়ে ডেস্ক :

বান্দরবানের লামা পৌরসভার চাম্পাতলী বৌদ্ধ বিহারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বিহারের দোতলার চেরাং ঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

- Advertisement -

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ২টার সময় অগ্নিকাণ্ডের খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছে।

- Advertisement -google news follower

তাছাড়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাম্পাতলী ১২ আনসার ব্যাটালিয়ন সদস্যরা এবং রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘন্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

চাম্পাতলী বৌদ্ধ বিহারের পৃষ্ঠপোষক বাবু অংথোয়াইহ্লা মার্মা বলেন, আমরা সবাই বিহারে পূজা আর্চনা করছিলাম। কীভাবে আগুন লেগেছে জানি না। বড় ক্ষতির হাত থেকে বৌদ্ধ বিহার রক্ষা হয়েছে।

- Advertisement -islamibank

ধারণা করা হচ্ছে চেরাং ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। অনেকে জানান বৈদ্যুতিক শট সার্কিট থেকেও আগুন লাগতে পারে। সাংগ্রাই অনুষ্ঠানের সময় আগুন লাগার ঘটনা ধর্মীয় উৎসব কিছুটা ম্লান করেছে।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, সংবাদ পাওয়ার ৫/৭ মিনিটের মধ্যে আমাদের টিম দুইটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি। তবে স্থানীয়রা প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা বলে ধারণা করছেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM