মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণবারসহ আটক ২

দেশজুড়ে ডেস্ক :

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৪ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বারসহ দু’জনকে আটক করেছে বিজিবি।

- Advertisement -

মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলার পলিয়ানপুর সীমান্তের ছয়ঘড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

- Advertisement -google news follower

আটককৃতরা হলেন মহেশপুর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. জসিম উদ্দিন (৫৩) ও মৃত আকতার আলীর ছেলে মো. হুমায়ন কবির (৪০)।

বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি’র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে পলিয়ানপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পাচার হবে।

- Advertisement -islamibank

এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজিবি। বিকাল সাড়ে ৪টার দিকে ছয়ঘড়িয়ায় মহেশপুর থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেলের গতিরোধ করে তারা।

সেসময় মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৪ কেজি ৬৩৩ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার। পরে মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে বিজিবি সদস্যরা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM