হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে পর্যটক শিশুর মৃত্যু

দেশজুড়ে ডেস্ক

কক্সবাজার শহরের হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে গোসল করতে নেমে একজন পর্যটক শিশুর মৃত্যু হয়েছে।

- Advertisement -

গতকাল ১৬ এপ্রিল (মঙ্গলবার) দুপুর আড়াইটার সময় কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল ওশান প্যারাডাইসের সুইমিংপুলে এই ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

নিহত শিশুটির নাম, সাফানা খান (৩ বছর ৬ মাস)। সে ঢাকার যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকার মো. মনিরুজ্জামান খানের মেয়ে।

হোটেল কর্তৃপক্ষ ও স্বজনদের বরাতে কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানিয়েছেন, দুপুর দেড়টার দিকে মনিরুজ্জামান খান, তার স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন।

- Advertisement -islamibank

তারা পৌঁছার পর দুপুর ২ টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে ওঠেন। পরে তারা সবাই মিলে হোটেলটির সুইমিংপুলে গোসল করতে যান।

এসময় সাফানা খান ও তার সাত বছর বয়সী এক ভাইকে সুইমিংপুলের পাশে বসার সিটে রেখে বাবা-মা কাপড় পাল্টাতে যান।

এক পর্যায়ে সাফানা সুইমিংপুলে অন্যদের গোসল করতে দেখে নিজেও নেমে যায়। এসময় সুইমিংপুলের ওপরে থাকা ভাইয়ের শোর-চিৎকারে সেখানে হোটেলের দায়িত্বরত কর্মি সাফানাকে উদ্ধার করেন।

পরে খবর শুনে বাবা-মা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিশুটিকে হোটেলের গাড়িতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

রকিবুজ্জামান জানান, শিশুটির বাবা-মা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অসাবধনতাবশত এ ঘটনা ঘটেছে বলে লিখিতভাবে অবহিত করেছেন।

পরে প্রশাসনের অনুমতির প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM