জলদস্যুতার জন্য চিহ্নিত অতিঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করেছে জিম্মি দশা থেকে মুক্ত হওয়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আব্দুল্লাহ।
বাংলাদেশ সময় বুধবার দুপুর ১২টার দিকে অতিঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করেছে জাহাজটি। আগামী ২২ এপ্রিল দুবাইয়ের হারমিয়া বন্দরে গিয়ে পৌঁছাবে এটি।
নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান, জাহাজে আর্মস গার্ড না থাকায় নিরাপত্তা ঘাটতি ছিল। আর্মস গার্ড থাকলে দস্যুরা হয়তো জাহাজে আসার সাহস পেতো না।
এদিকে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি থাকা বাংলাদেশি এমভি আবদুল্লাহ জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সাইদুজ্জামান সাঈদের ফিরে আসার খবরে পরিবারে বইছে আরেক ঈদের আমেজ।
সাঈদের বাবা ও স্ত্রী জানান, সাঈদ আটকের খবরের পর থেকে দিনগুলো যেন বিভীষিকার মধ্য দিয়ে কেটেছে। এর মধ্যে ঈদুল ফিতর চলে এলেও ঈদের খুশি ছিল না পরিবারে।
ছেলের মুক্তির খবর শোনার পর আমাদের পরিবারে স্বস্তি এসেছে। আমাদের বুকের উপর যে পাথর চেপে ছিল, সেটি নেমে গেছে। এই খবর শোনার পর ঈদের আনন্দ আমরা নতুন করে উপভোগ করছি।
জেএন/পিআর