চট্রগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাহমুদুল্লাহ সওদাগরের দোকান এলাকায় অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে গেছে।
এতে অন্তত ৩৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার (১৮ এপ্রিল) রাত ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস এসে ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাহমুদুল্লাহ সওদাগরের দোকান এলাকায় হঠাৎ আগুন জ্বলতে দেখে যায় স্থানীয়রা। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা হলেন- রিদুওয়ানের মুদির দোকান, আব্দুল মান্নানের চায়ের দোকান, রুহুল আমিনের ফলের দোকান ও অর্পণ সুশীলের সেলুনের দোকান।
ফায়ার সার্ভিসের টিম লিডার মো. আজাদুল হক জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা রাস্তায় নেমে আসে।
এ ঘটনায় কোন হতাহতের ঘটনা না ঘটলেও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে এ কর্মকর্তা। তিনি বলেন, ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে।
জেএন/পিআর