চট্টগ্রামের বায়েজিদ এলাকায় দুই ভাই ও এক বোনসহ তিন খুনের অভিযোগে দুই জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামাল সিকদার এ রায় দেন।
আদালতের পিপি জানান, শুনানি শেষে দুই ভাই ও এক বোনসহ তিন খুনের দায়ে আবুল কাসেম প্রকাশ জামাই কাসেম ও ইউসুফ প্রকাশ বাইট্টা ইউসুফকে সর্বোচ্ছ সাজা মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ২ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মামলার অপর দুই আসামি শিবির ক্যাডার গিট্টু নাসির ও ফয়েজ উল্লাহ ক্রসফায়ারে নিহত হওয়ায় এ মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।
নগরীর বায়েজিদ এলাকায় দক্ষিণ পাহাড়তলী মৌজার ৩৬ শতক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ২০০৪ সালের ১৯ জুন বাদীর স্বামী সাইফুল ইসলাম ননদ মনোয়ারা বেগম ও ভাসুর আলমগীরকে গুলি করে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ১৩ জনের সাক্ষ্য শেষে আদালত রায় দেন।
জেএন/এমআর