চট্টগ্রামের সাতকানিয়ায় মধ্যরাতে দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের বাড়ির দেয়াল টপকে জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে হামলা ও লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা।
বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নে ওই সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনাটি ঘটে।
সন্ত্রাসী দলটি বাড়ির কেয়ারটেকারকে বেঁধে আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখার বলেন, ‘বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে বাড়ির সীমানা দেয়াল টপকে ছয়জনের সংঘবদ্ধ একদল সন্ত্রাসী জানালার গ্রিল কেটে আমার বাড়িতে ঢোকে।
এ সময় ১৮ থেকে ২০ বছর বয়সী ওই ছয় সন্ত্রাসীর মুখ কালো মুখোশে ঢাকা ছিল। ঘরে ঢুকেই তারা অস্ত্রের মুখে বাড়ির কেয়ারটেকারের হাত-পা বেঁধে ফেলে। এ সময় তারা ‘সাংবাদিক তৌফিক কোন্ রুমে আছে’ সেটা জানতে চায়।
কেয়ারটেকার বাড়ির সদস্যদের সবাই চট্টগ্রাম শহরে চলে গেছেন- এমন কথা জানানোর পর সন্ত্রাসীরা বাড়ির প্রতিটি কক্ষ তল্লাশি করে। ফেরার সময় আলমারিতে থাকা নগদ ৪০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণ ও মূল্যবান জিনিসপত্রসহ ২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার জানান, ঘটনাটি শুনেছি, থানার একজন উপ পরিদর্শক ঘটনাস্থল পরিদর্শনে যান। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া এবং জড়িতদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে।
জেএন/পিআর