লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের সরই গ্রামের নতুন পাড়ায় সরকারি খাস খতিয়ানভুক্ত পাহাড় কাটার অভিযোগে এক মহিলাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযুক্ত সাজু আরা বেগম ওই এলাকার প্রবাসী বশির আহমদের স্ত্রী।
সোমবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সনের ৬ এর (খ) ধারা মতে তাকে এ জরিমানা করা হয়।
জানা যায়, বিগত কিছুদিন ধরে উপজেলার পুটিবিলা সরই গ্রামের নতুন পাড়ায় এস্কেভেটর দিয়ে সরকারি খাস পাহাড় কাটা হচ্ছিল। খবর পেয়ে গত ৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ তাৎক্ষণিকভাবে পাহাড় কাটা বন্ধ করেন। এসময় তার উপস্থিতি টের পেয়ে এস্কেভেটর নিয়ে দ্রুত পালিয়ে যান চালক। পাহাড় কাটা বন্ধ রেখে তার কার্যালয়ে অভিযুক্তকে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।
সোমবার পাহাড় কাটার অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয় সাজু আরা বেগমকে।
জয়নিউজ/পুষ্পেন/পলাশ/জুলফিকার