ওয়ান ডে এবং টিটুয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ দল বেশ ফুরফুরে মেজাজে। দলের ৫ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ও তামিম ইকবাল নিউইয়র্কে কয়েকদিন অবকাশ যাপন করবেন। এরপর ছুটি কাটিয়ে সুবিধা মতো সময়ে দেশে ফিরবেন।
তামিম ও মুশফিকের আগামী রবিবার কিংবা মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রে আরও কিছুদিন বেড়াবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
ওয়ানডে সিরিজ শেষেই দেশ থেকে মাশরাফির পরিবার যুক্তরাষ্ট্রে গিয়েছে। সেখানে সময়টা দারুণভাবে কাটাচ্ছেন ওয়ানডে অধিনায়ক। পরিবার নিয়ে মাশরাফির এই মাসের মাঝামাঝি সময়ে দেশে ফেরার কথা।
মাহমুদউল্লাহ অবশ্য ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত থাকবেন। আগামী ১৫ সেপ্টেম্বর এশিয়া কাপ শুরুর আগ পর্যন্ত সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে গ্রুপ পর্বের সবকয়টি ম্যাচ খেলতে পারবেন।
টেস্ট সিরিজে শুরুটা হতাশার হলেও সফরে বাংলাদেশের দারুণ কিছু প্রাপ্তি যোগ হয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ তাদের আধিপত্য জানান দিয়েছে বিশ্বকে।
ক্যারিবিয়ান ও যুক্তরাষ্ট্র সফরে টেস্টে হোয়াইটওয়াশের পর ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে সফরকারীরা।