বাংলা ভাষাতেও মুক্তি পাবে আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’

বিনোদন ডেস্ক :

করোনা মহামারির পরবর্তী সময়ে মুক্তিপ্রাপ্ত এই ছবি বক্স অফিসে অক্সিজেন জুগিয়েছিল। প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করে। ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর এবার মুক্তি পেতে চলেছে সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’।

- Advertisement -

আরও বড় ক্যানভাসে আসতে চলেছে এবারের ছবিটি। তামিল, তেলুগু, মালয়ালম, কন্নড়, হিন্দি ছাড়াও বাংলা ভাষায় মুক্তি পাবে এটি। ভারতীয় গণমাধ্যমে খবর—এবার সেখানেই কণ্ঠ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক তিমির বিশ্বাস।

- Advertisement -google news follower

সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা গেছে, পুষ্পায় এই গায়কের কণ্ঠ দেওয়ার বিষয়টি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এখনই সব কিছু খোলসা করতে রাজি নন তিমির। তবে এই ছবির বাংলা ভার্সনে কোনো একটি গান বাংলায় গাইতে চলেছেন তিনি।

- Advertisement -islamibank

পুষ্পা ছবির জন্য রাতারাতি আন্তর্জাতিক তারকা হিসেবে খ্যাতি পেয়েছেন আল্লু অর্জুন। পেয়েছের নিজের দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

গত বছর এপ্রিলে অভিনেতার জন্মদিনে প্রকাশ্যে এসেছিল পুষ্পা ২’র প্রথম পোস্টার। যেখানে আল্লুর লুক দেখে ভক্তদের মাঝে হইচই পড়ে গিয়েছিল।

এর আগে অভিনেতাকে এই রূপে কখনও দেখা যায়নি। লাল টকটকে কপাল, গাল দুটি আবার নীল। জোড়া ভ্রুর মাঝে জ্বলজ্বল করছে চন্দনের ফোঁটা।

পরনে শাড়ি, গলায় লেবুর মালা, মুখে দাড়ি-গোঁফ। হাতে ধরা বন্দুক। খানিকটা বৃহন্নলার সাজেই ধরা দিয়েছিলেন আল্লু। এরপর চলতি বছর ৮ এপ্রিল মুক্তি পায় ছবিটির টিজার। সেখানে একবারে নীল রঙের পট্টু শাড়িতে দেখা যায় আল্লুকে।

এরপর থেকেই দ্বিতীয়বার পুষ্পাকে বড়পর্দায় দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা। আগামী ১৫ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে সুকুমার পরিচালিত এই ছবির।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM