প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হবে ২৪ ডিসেম্বর।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা মঙ্গলবার (১১ ডিসেম্বর) এ তথ্য জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রী ২৪ তারিখ সম্মতি দেওয়ায় দুই সমাপনীর ফল প্রকাশ হবে একই দিনে।
কয়েক বছর ধরে পঞ্চম ও অষ্টমের সমাপনীর ফল একই দিনে প্রকাশ করা হয়। সাধারণত ডিসেম্বের শেষে এই ফল ঘোষণা করা হলেও, এবার নির্বাচনের আগেই ফল প্রকাশের প্রস্তুতি নেয় দুই মন্ত্রণালয়।
জয়নিউজ/আরসি