চট্টগ্রামের হাটহাজারীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হলো ৪ পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের ০৮নং ওয়ার্ডস্থ হালদা নদীর পাড়ের নতুন জেলে পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে না পেরে হাটহাজারী ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গিয়ে প্রায ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কিন্তু এরই মধ্যেই সোমা দাস, তেজলাল দাস, অজিত দাস ও বিজয় দাসসহ ৪ পরিবারের টিনের তৈরী ৫টি বসতঘর সমস্ত আসবাবপত্রসহ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ৮ লক্ষাধিক টাকার সম্পদহানি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
বুধবার (২৪ এপ্রিল) সকালে আগুনে ৫ বসতঘর পুড়ে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন হাটহাজারী ফায়ার সার্ভিস।
এদিকে অগ্নিদূর্গত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রবাসীসহ বিত্তবানদের বিনীত অনুরোধ জানিয়েছেন উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ফিরোজ আহমেদ।
জেএন/পিআর