হিটস্ট্রোক (heatstroke) এ প্রাণ গেল অবসরপ্রাপ্ত শিক্ষকের

দেশজুড়ে ডেস্ক :

রাজবাড়ীর গোয়ালন্দে হিটস্ট্রোক (heatstroke) এ মো. নুর ইসলাম মাস্টার নামে প্রবীণ এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

- Advertisement -

বুধবার (২৪ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তিনি মারা যান। তাঁর বাড়ি গোয়ালন্দ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।

- Advertisement -google news follower

মৃতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পঁচাত্তর বছরের বৃদ্ধ নুর ইসলাম মাস্টার স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক (Retired teacher) ছিলেন।

আজ বেলা ১০টার দিকে প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে নিজ বাড়ির আঙ্গিনায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন দ্রুত এগিয়ে এসে প্রথমে তাঁর মাথায় পানি ঢালেন।

- Advertisement -islamibank

পরে মারাত্মক অসুস্থ অবস্থায় তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান তারা। সেখানে চিকিৎসা শুরু করার কিছুক্ষণের মধ্যে বেলা ১১টার দিকে নূর ইসলাম মাস্টার মৃত্যুবরণ করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারসিন তাবাসুম হক, জানান বয়স বেশি হওয়ায় হিটস্ট্রোকের কারণে অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের মৃত্যু হয়েছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM