চট্টগ্রামের মিরসরাই (Mirsharai) উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. জাকারিয়া নামে মাদ্রাসা (Madrasa) পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার সময় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শরিয়ত পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
জাকারিয়া ওই এলাকার রহিম উল্লাহ হাজী বাড়ির কৃষক মো. শিপনের ছেলে। স্থানীয় শরিয়ত পাড়া ফজলুল উলুম তালিমুল কোরআন মাদরাসার ২য় বিভাগের শিক্ষার্থী।
জানা গেছে, বুধবার সকালে মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে গিয়ে চাচার সাথে পুকুরে (pond) গোসল করতে যায় জাকারিয়া। পানিতে ডুব দেওয়ার পর সে নিখোঁজ হয়।
পরে গ্রামের আরো লোকজন নিয়ে চাচা কামরুল ইসলাম পুকুরে ডুব দিয়ে তাকে উদ্ধার করে। জ্ঞান না ফেরায় জাকারিয়াকে হাসপাতালে নেয়ার পথে তার হাত পা একেবারে নিস্তেজ হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন শরিয়ত পাড়া ফজলুল উলুল তালিমুল কোরআন মাদরাসার সুপার মাওলানা আতাউর রহমান। বাড়ি থেকে খেয়ে দুপুরে মাদ্রাসায় ফেরার কথা ছিলো।
সময়মতো না ফেরায় বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারি জাকারিয়া পুকুরে ডুবে মারা গেছে।
জেএন/পিআর