এসএসসি ২০০০ ব্যাচ’র বন্ধুদের ফেসবুক ভিত্তিক গ্রুপ “বন্ধুই শক্তি ক্লাব ২০০০” এর সাথে স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেছে বন্দরনগরীর সনামধন্য প্রাচীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাব লিমিটেড।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ন্যাশনাল হাসপাতালের কনফারেন্স রুমে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।
স্বাগত বক্তব্যে ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা মো: ইউসুফ নিজ প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সকলকে অবহিত করেন।
ন্যাশনাল হাসপাতালের পক্ষে, ব্যবস্থাপনা পরিচালক ডা মো: ইউসুফ, নির্বাহী পরিচালক ডা আবু নাসের, পরিচালক ল্যাব ডা. আমজাদ হোসেন, প্রধান অর্থনৈতিক কর্মকর্তা(সিএফও) কামাল হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার বাবুল হাসান, ম্যানেজার এইচ আর এডমিন মো: ফারুক ফয়সাল, সিনিয়র এসিসটেন্ট ম্যানেজার মো: জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
“বন্ধুই শক্তি ক্লাব ২০০০” এর পক্ষে উপস্থিত ছিলেন, গ্রুপ ক্রিয়েটর লায়ন এ এম মুন্না চৌধুরী, মেরিন ইঞ্জিনিয়ার নওশাদ আমিন, সাংবাদিক মোরশেদ রনী, প্রভাষক আলী হায়দার, ব্যাবসায়ী নিজাম উদ্দিন সুমন, চম্পা স্টিল এর ব্যবস্থাপনা পরিচালক রাশেদ খান, প্রবাসী জহির, এলএক্স সুজের কর্ণধার নেওয়াজ হোসাইন নিশাদ, এডভোকেট উসমান গনি খোকন, রবিউল হোসেন মেম্বার, ব্যাবসায়ী মাসুম প্রমুখ।
এই চুক্তির ফলে চট্টগ্রাম বিভাগের এসএসসি ২০০০ ব্যাচ এর বন্ধু, তাদের স্বামী-স্ত্রী এবং সন্তানরা ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাব লিমিটেডের সকল সেবায় কর্পোরেট বিশেষ সুবিধা লাভ করবেন।
জেএন/এমআর