চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা পুরাতন ফিশারী ঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ৩শ ৫০ লিটার চোলাইমদসহ ৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) বিকালে এ অভিযান চালানো হয়। আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরের দিকে র্যাব থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে আটকের তথ্যটি জানানো হয়।
আটককৃতরা হলেন, কোতোয়ালী থানা এলাকার বাসিন্দা শম্ভু দাসের ছেলে বিকাশ দাস (৩৭), বরগুনা জেলার মৃত নয়া মিয়ার ছেলে আব্দুল মান্নান (৫০) ও নোয়াখালী বেগমগঞ্জ এলাকার মৃত মমিন উল্লাহর ছেলে মো. জসিম উদ্দিন (৫২)।
এ তথ্য নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, তাদের কাছে গোপন সোর্সের তথ্য ছিলো, পুরাতন ফিশারী ঘাট এলাকায় একটি টিনশেড ঘরে চোলাই মদের রমরমা কারবার চলছে।
এ খবরে শুক্রবার বিকেলেই অভিযানে নামে র্যাবের টিম। অভিযানে ওই ঘরের ভেতরে ২শটি প্লাষ্টিকের বোতলে মজুদ সাড়ে তিনশ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
এসময় তিনজনকে আটক করা হয়। আটককৃতদের কোতোয়ালী থানায় হস্তাতর করা হয়েছে জানালেন র্যাবের এ কর্মকর্তা।
জেএন/পিআর