রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর এবার চেন্নাই সুপার কিংসের কাছেও হারলো সানরাইজার্স হায়দরাবাদ। সেটাও আইপিএল ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানে হারার রেকর্ড করে।
রোববার (২৮ এপ্রিল) চেন্নাইয়ের ঘরের মাঠে ৭৮ রানে হেরেছে হায়দরাবাদ। এর আগেও দলটির সর্বোচ্চ ব্যবধানে হারের রেকর্ড ছিল এই চেন্নাইয়ের বিপক্ষেই, ৭৭ রানের।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগের ম্যাচেই ২১০ রান করে হেরেছিল চেন্নাই। এদিন, ফের ২০০ রান করে রুতুরাজ গায়কোয়াডের দল। টানা দ্বিতীয় সেঞ্চুরি মিস করা রুতুর ব্যাট থেকে আসে ৯৮ রান।
এছাড়া ডেরল মিচেলের ৫২ এবং শিবম দুবের অপরাজিত ৩৯ রানের সুবাদে ৩ উইকেট হারিয়ে ২১২ রানের সংগ্রহ গড়ে চেন্নাই।
সেই রান তাড়ায় নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা হায়দরাবাদ থামে ১৩৪ রানেই। দলের হয়ে ৩২ রান করেন এইডেন মারক্রাম। হাইনরিখ ক্লাসেনের ব্যাট থেকে আসে ২০ রান।
চেন্নাইয়ের হয়ে একাই ৪ উইকেট নেন তুষার দেশপান্ডে। দুটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও মাতিশা পাতিরানা।
জেএন/পিআর