আন্তর্জাতিক শ্রমিক শ্রেণীর ঐক্য ও সংহতি দিবস মহান মে দিবস উদ্যাপন করবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটি।
দিবস উপলক্ষ্যে সড়ক পরিবহন শ্রমিকেরা ছুটি ভোগ করবে এবং ঐ দিন বৃহত্তর চট্টগ্রামে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল রুটে সকল ধরনের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে।
তাছাড়া এদিন সকাল ১০টায় স্টেশন রোডস্থ বিআরটিসি বাস টার্মিনাল চত্বরে সড়ক পরিবহন শ্রমিক সমাবেশ ও শেষে লাল পতাকার মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।
সোমবার ফেডারেশনের ৪৪নং বিআরটিসি মাকের্টস্থ কার্যালয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বুধবার মে দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রবিউল মাওলার সভাপতিত্বে সমাবেশে বৃহত্তর চট্টগ্রামের ফেডারেশনভুক্ত সকল বেসিক ইউনিয়নের শ্রমিকদের যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রেখে যথাসময়ে সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল (চট্টগ্রাম–সিলেট বিভাগ) কমিটির সভাপতি মৃণাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, সাধারণ সম্পাদক অলি আহমদ, মে দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আবুল কাশেম, শাহ আলম চৌধুরী, আবুল খায়ের, মো. বখতিয়ার, আমিরুল ইসলাম, হারুনুর রশিদ, জাহেদ হোসেন, মো. ইউছুপ, কামাল উদ্দিন, নুরুল হক পুতু, শামসুল আলম, মো. শাহজাহান, সাইফুল ইসলাম শাহীন, মো. ইয়াছিন, নজরুল ইসলাম, খলিলুর রহমান, মো. আবদুর রহিম প্রমুখ।
জেএন/পিআর