ফেরিঘাটে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টেম্পু চালকের বিরুদ্ধে মামলা

বোয়ালখালী প্রতিনিধি :

চট্টগ্রামের কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে সিএনজি চালিত টেম্পুর চাপে কলেজ শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরার (১৮) মৃত্যুর ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে টেম্পু চালক রেজাউল করিম জিসানকে(২১) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

- Advertisement -google news follower

টেম্পু চালক রেজাউল করিম জিসান উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডস্থ খরঞ্জপাড়ার আবু বক্করের ছেলে।

গতকাল সোমবার রাতে নিহত কলেজ শিক্ষার্থীর ভাই মো.রফিকুল ইসলাম বাদী হয়ে টেম্পু চালকের বিরুদ্ধে ৯৮/১০৫ সড়ক পরিবহন আইনে বোয়ালখালী থানায় এই মামলা দায়ের করেন।

- Advertisement -islamibank

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, ঘটনার পরপরই টেম্পুটি জব্দ ও টেম্পু চালককে আটক করা হয়েছিলো। মামলা দায়েরের পর চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ১০টার দিকে বোয়ালখালী থেকে নগরীর কলেজে যাওয়ার পথে কালুরঘাট ফেরিঘাটের বেইলি ব্রিজে টেম্পুর চাপে শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা (১৮) মারা যান।

সে বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল হানিফা বাড়ির মো.হাসানের মেয়ে।

জেএন/পুজন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM