বৃহস্পতিবার বন্ধ থাকবে দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

তীব্র তাপদাহের কথা বিবেচনায় আদালতের নির্দেশে আগামী বৃহস্পতিবার দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

- Advertisement -

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

- Advertisement -google news follower

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন পর্যন্ত দাপ্তরিকভাবে সুনির্দিষ্ট কোনো বিষয় অবগত নই। সংবাদমাধ্যমে দেখেছি।

আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। এই মুহূর্তে মন্তব্য করব না। তবে নীরবতাটা সম্মতির লক্ষণ।
এদিকে ঢাকাসহ দেশের ২৭ জেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আজ মঙ্গলবার বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

- Advertisement -islamibank

অন্যদিকে দেশের সব প্রাথমিক বিদ্যালয় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আর আগামীকাল বুধবার মে দিবসে সরকারি ছুটি। ফলে ওই দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এর আগে গতকাল সোমবার (২৯ এপ্রিল) সব প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও সমপর্যায়ের মাদরাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তবে ইংরেজি মাধ্যম স্কুল এবং যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এসি আছে ও পাবলিক পরীক্ষা চলছে, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM