নিজেকে বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা বলে দাবি করেছেন আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।
হাইকোর্টে প্রার্থিতা ফিরে পাওয়া বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ভোটের লড়াইয়ে নামছেন ‘সিংহ’ প্রতীক নিয়ে।
বুধবার (১২ ডিসেম্বর ) থেকে নির্বাচনি প্রচারণা শুরু করছেন তিনি।
হিরো আলম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাওয়ায় তার সমর্থকরা মঙ্গলবার (১১ ডিসেম্বর) কাহালুর মুরুইলসহ বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করেছে।
নন্দীগ্রাম উপজেলা ও পরে কাহালু উপজেলায় মাজার জেয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করার কথা জানিয়েছেন হিরো।
তিনি বলেন, আমি প্রার্থী হওয়ায় তরুণ সমাজের মাঝে সাড়া জেগেছে। আমার বিশ্বাস নির্বাচনে ভালো কিছু করতে পারব।
এ আসনে মূলত বিএনপি ও জাতীয় পার্টির প্রার্থীর মাঝে প্রতিদ্বন্দ্বিতা হবে।