সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করতে দেশে ফিরছেন প্রবাসী আওয়ামী লীগ নেতারা।
মঙ্গলবার (১১ ডিসেম্বর) দেশে এসেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমান , যুক্তরাজ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক , সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক ঢামেকসু ভিপি ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া , স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিজভী আলম।
এছাড়া সুইডেন যুবলীগের আহবায়ক জুবাইদুল হক সবুজ ,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানও দেশে এসেছেন। কয়েক মাস আগে দেশে এসেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু ,ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম,সহ-সভাপতি এম এ কাশেম,পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিকউল্লাহ।
ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অনীল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক এম এ গনি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজিবর রহমান, স্পেন আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন আতা, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক , নেদারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, ফ্রান্স আওয়ামী লীগের সহ -সভাপতি মঞ্জুরুল হাসান চোধুরী সেলিম সহ আরো অনেকের দেশে ফেরার কথা রয়েছে।
আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে নিজ নিজ এলাকায় আওয়ামী লীগ প্রাথীর পক্ষে গণসংযোগ করবেন তাঁরা।