কেএনএফের ১৬ নারী সদস্য রিমান্ড শেষে কারাগারে

অনলাইন ডেস্ক

বান্দরবানের রুমা উপজেলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট, অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১৬ নারী সদস্যকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানো হয়।

- Advertisement -

বান্দরবান আদালতের সিনিয়র ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালতে কেএনএফের সদস্যদের তোলা হয়। তার আগে তাদের দুইদিনের রিমান্ডে মঞ্জুর করা হয়েছিল। কোর্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) পিয়েল পালিত আসামিদের আদালতে তোলার বিষয়টি নিশ্চিত করেছেন।

- Advertisement -google news follower

গত ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচি উপজেলায় কেএনএফের সশস্ত্র সদস্যরা ব্যাংক ডাকাতি করে। তারা পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র লুট ও সোনালী ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে। এই হামলায় অংশ নেয় কেএনএফের শতাধিক সশস্ত্র সন্ত্রাসী ও নারী সদস্য।

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM