ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি মোহাম্মদ আবু জাকি মহাজোটের প্রার্থী নওফেল ও ঐক্যফ্রন্টের প্রার্থী আমীর খসরুর বাসায় গেছেন। হাইকমিশনের অপর প্রতিনিধি ইজাজুর রহমানকে সঙ্গে নিয়ে তিনি এই দুই প্রার্থীর বাসায় রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে তারা কী নিয়ে আলাপ করেছেন সে সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।
জানা যায়, বুধবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি আবু জাকি আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে মহাজোটের প্রার্থী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিলের বাসায় যান। এরপর সন্ধ্যা ৬টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, চট্টগ্রাম-১১ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় যান প্রতিনিধি দলের দুই সদস্য
শেষ খবর পাওয়া পর্যন্ত আমীর খসরুর বাসায় তাদের বৈঠক চলছিল।