আওয়ামী লীগ দেশে নির্বাচন চায় কি-না তা তাদের নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি মো. আবু জাকির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। আমীর খসরুর মেহেদিবাগের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আমীর খসরু সাংবাদিকদের জানান, ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনের সার্বিক বিষয়ে কথা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। তবে আওয়ামী লীগকে নিশ্চিত করতে হবে তারা দেশে নির্বাচন চায় কি চায় না। হামলা-মামলা-গ্রেফতার নিয়ে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নির্বাচন এভাবে কখনো অর্থবহ হবে না।
বুধবার দুপুরে সদরঘাট থানা এলাকায় গণসংযোগ করতে গেলে ছাত্রলীগ-যুবলীগের
কর্মীরা লাঠি, হকিস্টিক নিয়ে তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে
বলেও অভিযোগ করেন আমীর খসরু।