চট্টগ্রাম বন্দরে ভিড়লো তুরস্কের যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ও তুরস্কের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে তুরস্কের নৌ-বাহিনীর জাহাজ টিসিজি কিনালিয়াদা (এফ-৫১৪) চট্টগ্রাম বন্দরে এসে পৌছেছে। এটা শুভেচ্ছা সফর।

- Advertisement -

জাহাজটি তিন থেকে চারদিন বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত।

- Advertisement -google news follower

এসময় বাংলাদেশ নৌবাহিনীর সামরিক রীতিতে বাদ্য বাজিয়ে স্বাগত জানানো হয় বন্ধু রাষ্ট্রের নৌযুদ্ধ জাহাজকে।

পরে জাহাজটি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন ও বাংলাদেশ নৌবাহিনী কর্মকর্তারা।

- Advertisement -islamibank

তুর্কি এ নৌযুদ্ধ জাহাজটি সাড়ে চার মাসের যাত্রায় ২০টি দেশের ২৪টি বন্দরে ভিড়েছে। সফররত দেশগুলোর নৌবাহিনী ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ যাত্রা জাহাজটির। যার ধারাবাহিকতায় আগামী তিনদিন চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে জাহাজটি।

সফর শেষে আগামী ৯ মে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে তুর্কি এ নৌযুদ্ধ জাহাজ।

এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেশি বন্ধুত্বপূর্ণ হবে ও দুই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM