মিয়ানমারের রাখাইন রাজ্যে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সীমান্তরক্ষী বিজিপির সঙ্গে চলমান সংঘাতের কারণে মিয়ানমারের বিজিপির আরও ৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে নাফ নদের সাবরাং ইউনিয়নের খুরেরমুখ পয়েন্ট দিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকায় বিজিপির এই ৫ সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন।
এসময় তাদের হাতে ভারী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ছিল এবং তাদের পরনে ছিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পোশাক।
পরে তারা (বিজিপি সদস্য) অস্ত্র জমা দিয়ে বিজিবির কাছে আত্মসমর্পণ করে আশ্রয় প্রার্থণা করেন। তাদেরকে নিরস্ত্র করার পর বিজিবির হেফাজতে নেওয়া হয়।
বিকালে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। বলেন, বিকাল ৫টার দিকে বিজিপি সদস্যদের ২০ কিলোমিটার দূরে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে গেছে বিজিবি।
জেএন/পিআর