বোয়ালখালীতে অমৃত লাল-নীহার বালা ফাউন্ডেশনের ফলক উন্মোচন করে উদ্বোধন করেছেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের।
শনিবার (১১ মে) সকালে উপজেলার জৈষ্ঠ্যপুরা গ্রামের প্রকৌশলী জয়সেন বড়ুয়ার বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।
এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক ভদন্ত রতনশ্রী মহাথের।
সদ্ধর্ম দেশনা করেন বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক ভদন্ত জীবনানন্দ মহাথের, সভাপতি ভদন্ত সুনন্দ মহাথের, উর্ধ্বতন সহ-সভাপতি ভদন্ত শীলভদ্র মহাথের, জ্ঞানানন্দ মহাথের ড. উপানন্দ মহাথের ও ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক সুমেধানন্দ মহাথেরোসহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ।
রাজু বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো.মোকারম, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া ও অমরেশ বড়ুয়া। অনুষ্ঠানে ফাউন্ডেশনের উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরেন প্রকৌশলী জয়সেন বড়ুয়া, প্রবাসী অশোক বড়ুয়া, ডা.পরিতোষ বড়ুয়া ও ব্যবসায়ী জয়শোক বড়ুয়া।
এদিন প্রয়াত উপাসিকা নীহার বালা বড়ুয়ার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বুদ্ধ প্রতিবিম্ব, অষ্ট উপকরণসহ মহতি সংঘ দান অনুষ্ঠিত হয়।
জেএন/পূজন/এমআর