চট্টগ্রাম নগরীর ২নং গেইট, ষোলশহর রেলস্টেশন ও রেললাইনের আশেপাশে যৌথ অভিযান পরিচালনা করে গাঁজা এবং গাম সেবনরত অবস্থায় তিন জনকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের বিশেষ টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, আলমগীরের ছেলে রুবেল (২২), জয়নাল আবেদীনের ছেলে মোহাম্মদ জহিরুল ইসলাম (৩৬) ও মো. সুমন (৩০)।
অভিযানে রুবেলের কাছ থেকে ১৫-১৮ গ্রাম ও জহিরুল ইসলামের কাছ থেকে ২-৩ গ্রাম গাঁজা এবং সুমনের কাছ থেকে ১০-১২ গ্রাম ড্যান্ডি (গাম) উদ্ধার করা হয়। পরে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড দেন ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার (৫ মে) বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত টানা আড়াইঘন্টার অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) চান্দগাঁও সার্কেল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।
তিনি বলেন, মাদক সেবনকাল হাতেনাতে আটক রুবেলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০০৮ অনুযায়ী ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ টাকা অর্থদণ্ড, মো. সুমন (৩০)কে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ২শ টাকা অর্থদণ্ড এবং মোহাম্মদ জহিরুল ইসলাম (৩৬)কে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে কারা পরোয়ানামূলে তিনজনকে চট্টগ্রাম কারাগারে প্রেরণ করা হয়। তাছাড়া তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকসমূহ প্রকাশ্যে ঘটনাস্থলেই পুড়িয়ে বিনষ্ট করা হয়।
জেএন/পিআর