চট্টগ্রামে জিপিএ-৫ পাওয়া সেরা দশ স্কুল

অনলাইন ডেস্ক

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এর দিক থেকে সেরা দশ স্কুলের তালিকায় প্রথম স্থানে রয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল

- Advertisement -

কলেজিয়েট স্কুল থেকে এবার অংশ নিয়েছে ৪৭৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৭৪ জন। পাসের হার ৯৯ দশমিক ৭৯ শতাংশ।

- Advertisement -google news follower

কলেজিয়েট স্কুলের পরেই ৩৩২ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুলে ৪৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪৬৯ জন। পাশের হার ৯৮ দশমিক ৩২ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে মুসলিম হাই স্কুল। এ স্কুলে ৪৪০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩১৫ জিপিএ-৫ পেয়েছে।

- Advertisement -islamibank

জিপিএ-৫ এর দিক দিয়ে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে ৫৫১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়ছে ২৯৫ জন। পঞ্চম স্থানে রয়েছে নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয়। এ স্কুল থেকে ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়ছে ২৬১ জন।

ষষ্ট স্থানে রয়েছে নৌ-বাহিনী হাই স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানে৫৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৪৭ জন।

সপ্তম স্থানে রয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে ৩০৮ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৪ জন জিপিএ-৫ পেয়েছে।

অষ্টম স্থানে রয়েছে চট্টগ্রাম গভর্নমেন্ট হাই স্কুল। এ স্কুলে ৩৩৮ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১২ জন।

নবম স্থানে রয়েছে বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে ৪৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১৮৭ জন।

দশম স্থানে রয়েছে অর্পনা চরন সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ে ৫২৪ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬৩ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাস করেছে ১ লাখ ২০ হাজার ৮৭ জন।

এবারে বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৪ দশমিক ৫২ শতাংশ, ব্যবসায় শিক্ষায় ৮৪ দশমিক ১১ শতাংশ এবং মানবিক বিভাগে ৭৩ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পাওয়া ১০ হাজার ৮২৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯ হাজার ৫৮৯ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৭ জন এবং মানবিকে ১৩৭ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। আগেরবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন।

জেএন/হিমেল/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM