চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বহাল রেখেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) এ রায় ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল করলে তিনি আপিল করেন। আপিলে ৮ ডিসেম্বর শুনানিতে তাঁর মনোনয়নকে বৈধতা দেন নির্বাচন কমিশন। কিন্ত ওইদিন সন্ধ্যায় নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গেজেটে আবারো তাঁর মনোনয়ন বাতিল করা হয়।
এ বাতিল আদেশের বিরুদ্ধে আসলাম চৌধুরী হাইকোর্টের শরণাপন্ন হলে হাইকোর্ট তাঁর মনোনয়ন বৈধ বলে রায় দেন।
হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের যৌথ বেঞ্চ মঙ্গলবার ( ১১ ডিসেম্বর) শুনানিতে কেন আসলাম চৌধুরীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে এই মর্মে রাষ্ট্রপক্ষ ও নির্বাচন কমিশনের উপর রুল জারি করেন। বিচারপতিগণ রাষ্ট্রপক্ষ ও নির্বাচন কমিশনকে জবাব দেওয়ার জন্য ওইদিন বিকাল ৩টা পযর্ন্ত সময় নির্ধারণ করে দিলে রাষ্ট্রপক্ষ ১২ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত সময় প্রার্থনা করে।
বুধবার (১২ ডিসেম্বর) শুনানি শেষে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের যৌথ বেঞ্চ চট্টগ্রাম-৪ আসনে ধানের শীষের প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো। ফলে আসলাম চৌধুরীর নির্বাচন করতে আর কোন বাঁধা রইল না।