চট্টগ্রামের আবাসিক হোটেলে বাড়ছে অসামাজিক কার্যকলাপ

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে বেড়েই চলেছে অসামাজিক কার্যকলাপ। প্রায় প্রতিদিনই বিশেষ অভিযান পরিচালনা করে হোটেলগুলো থেকে পুলিশ আটক করছে খদ্দেরসহ দেহ পসারনিদের। এ নিয়ে অভিবাভক মহলে দেখা দিয়েছে উদ্বেগ।

- Advertisement -

সবশেষ শনিবার রাতে ইপিজেড থানা এলাকার বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজের দায়ে মোট ১৪ জন নারী-পুরুষ আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ৭ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছে।

- Advertisement -google news follower

নগর পুলিশের মিডিয়া শাখা জানায়, গোপন সূত্রে ইপিজেড থানা এলাকার বিভিন্ন আবাসিক হোটেলে কতিপয় নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত থাকার খবর পেয়ে শনিবার রাতভর বিভিন্ন হোটেলে অভিযান চালায় ইপিজেড থানা পুলিশ। এসময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৭ পুরুষ ও ৭ নারীকে আটক করা হয়।

আজ রবিবার এ তথ্য নিশ্চিত করে ইপিজেড থানার ওসি মোহাম্মদ হোছাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

- Advertisement -islamibank

এর আগে চলতি মাসের গেল ১১ দিনে কোতোয়ালী-ইপিজেড-হালিশহর থানা এলাকা থেকে অর্ধশতাধিক নারী-পুরুষকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে আটক করার তথ্য দিয়েছে নগর পুলিশের মিডিয়া শাখা।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM