চট্টগ্রাম নগরবাসীকে জলাতঙ্ক রোগ থেকে রক্ষায় এবং জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে ব্যপক হারে কুকুরের টিকাদান (এমডিভি) কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
চসিক ওয়ার্ড কাউন্সিলরগণের সার্বিক তত্ত্বাবধানে পাঁচ দিনব্যাপী এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়িত হয়।
কুকুরের ভ্যাকসিন কার্যক্রম সার্বিক তদারকি করেন চসিক ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা।
তিনি জানান, এ কার্যক্রমে এখন পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় প্রায় ১৩ হাজার ৮১টি কুকুরকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
জেএন/পিআর