চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়াহাট পোস্তার পাড় এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে মালামাল রাখার দায়ে ১০ ব্যক্তির কাছ থেকে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।
আজ রবিবার (১২ মে) কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নের্তৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব ব্যক্তিদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা জানান, রাস্তা ও ফুটপাত দখল করে গাড়ির ইঞ্জিনসহ বিভিন্ন মালামাল রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ১০ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজুপূর্বক ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আদালত পরিচালনাকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
জেএন/পিআর