ফটিকছড়িতে নসিমন খাদে পড়ে চালকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের ফটিকছড়িতে গ্রামীণ সরু সড়কে ট্রলিগাড়িকে সাইড দিতে গিয়ে খাদে পড়ে নসিমন চালক মো. তারেক (২৫)’র মৃত্যু হয়েছে।

- Advertisement -

আজ সোমবার (১৩ মে) সকাল সোয়া ৭টার সময় উপজেলার পাইন্দং ইউনিয়নস্থ বেড়াজালি গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

- Advertisement -google news follower

মৃত তারেক একই ইউনিয়নের করবলা টিলা এলাকার বাসিন্দা বাদশা আলমের ছেলে।

দুর্ঘটনা কবলিত নসিমনের হেলপার মো. জিহান জানায়, যাত্রী পরিবহণের জন্য সকালে আমরা গাড়ি নিয়ে মহাসড়কের দিকে যাচ্ছিলাম। এমন সময় বিপরীত দিক থেকে বাগানের মাল পরিবহণে ব্যবহৃত একটি ট্রলিগাড়ি আসে।

- Advertisement -islamibank

গাড়িটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি সরু সড়কের পাশে বিলে উল্টে যায়। চালক গাড়িটি পড়ে যেতে দেখে বের হওয়ার চেষ্টা করে। এসময় নসিমনটি তারেকের মাথার ওপরেই পড়ে। সে গুরুতর আহত হয়।

উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম জানান- তারেক নামে এক যুবককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হয়। তবে চিকিৎসা শুরু করার আগেই সে মারা যায়। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান চিকিৎসক।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM