চট্টগ্রামে ২১ লাখ টাকার বিদেশি সিগারেটসহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এলাকা থেকে ১ হাজার ৯২০ কার্টন সিগারেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

গ্রেপ্তারকৃতরা হলো- কুমিল্লার মুরাদনগর থানার কেয়টগ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আমিরুল ইসলাম (৩২), মো. হারুনুর রশিদের ছেলে মো. আবু মুছা (২৬) ও কোতোয়ালী থানাধীন ঝাউতলার মো. আজম (২২)।

- Advertisement -google news follower

রবিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রিয়াজ উদ্দিন বাজারের তিনপুলের মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদ্দাম। তিনি জানান, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ১ হাজার ২০০ কাট সিলবার ও গোল্ড ফ্লেভারের ওরিস সিগারেট, ৭২০ কাট মালবোরো গোল্ড সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেটের আনুমানিক মূল্য ২১ লাখ ১২ হাজার টাকা। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি ভ্যানগাড়িও জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

- Advertisement -islamibank

জেএন/এমআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM