ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) থেকে স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় ৫ মাসব্যাপী সেমিস্টার শেষ করে আসা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) দুই শিক্ষার্থীকে সনদপত্র হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টায় ইডিইউ ক্যাম্পাসে মালয়েশিয়া থেকে আসা এই সনদপত্র শিক্ষার্থী দুজনের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।
গত সেমিস্টারে মালয়েশিয়া ফেরত শিক্ষার্থীরা হল- ফারজানা আকতার প্রমি ও নাঈম উদ্দিন। দুজনই বিজনেস এডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী।
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ২০১৬ সালে। এই চুক্তির আওতায় ইডিইউর দু’জন শিক্ষক পিএইচডি করছেন আইআইইউএম-এ। এছাড়া বিশ্ববিদ্যালয়টি থেকে সেমিস্টার ভিত্তিতে বেশ কয়েকজন শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত এবং নতুন করে যাওয়ার প্রক্রিয়ায় আছে আরো অনেকে। প্রেস বিজ্ঞপ্তি