জয়নিউজকে ওশান শিপ বিল্ডার্সের ক্যামেরা উপহার

অনলাইন ডেস্ক

কখনো সিআরবির শিরিষতলা, কখনো জামালাখান মোড়, কখনো সেবক কলোনি। ট্রাইপডের উপর ক্যামেরা বসিয়ে পথের ধারে দাঁড়িয়ে যান জয়নিউজের ক্যামেরা পারসনরা। প্রডাকশন বয়রা তাৎক্ষণিক চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় সরঞ্জাম বসিয়ে প্রস্তুত করেন ‘স্টুডিও’। আসন গ্রহণ করেন অতিথি-সঞ্চালক। শুরু হয়ে যায় সমসাময়িক বিষয় নিয়ে তাদের আলোচনা। তারপর এ আয়োজন প্রচার হয় জয়টিভি’র অনলাইনে।

- Advertisement -

খোলা আকাশের নীচে এ টকশো চট্টগ্রামজুড়ে ফেলেছে সাড়া। এ আয়োজনকে উৎসাহ দিতে জয়নিউজে ‘সনি এনএক্স ১০০’ব্র্যান্ডের প্রফেশনাল ক্যামেরা উপহার দিয়েছে ওশান শিপ বিল্ডার্স লিমিটেড।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিনের হাতে ক্যামেরাটি তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মহব্বত আলী ও ব্যবস্থাপনা পরিচালক খতিব আদনান। এসময় উপস্থিত ছিলেন জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী এবং সিইও বিপ্লব পার্থ।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM