আলাভাসকে ঘরের মাঠে ৫-০ গোলে বিধ্বস্ত করল রিয়াল

খেলাধুলা ডেস্ক :

লিগ জয় নিশ্চিত হয়েছে আগের ম্যাচেই। পরে হয়েছে ছাদখোলা বাসে ট্রফি উদযাপন। সেই আনন্দের রেশ নিয়েই আলাভাসকে ঘরের মাঠে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ

- Advertisement -

গতকাল মঙ্গলবার (১৫ মে) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে আলাভেসকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে চ্যাম্পিয়নরা।

- Advertisement -google news follower

দলের জয়ে জোড়া গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। একটি করে গোল করেছেন জুড বেলিংহাম, ফেদে ভালবার্দে এবং আরদা গুলের।

ঘরের মাঠে গোলখাতা খোলেন বেলিংহাম। ১০ মিনিটে আসা গোলটি এ মৌসুমে তার ১৯তম। ম্যাচের ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিয়ুস। বিরতির আগে ভালবার্দেও স্কোরশিটে তোলেন নিজের নাম, যে গোলে সহায়তা করেন বেলিংহাম।

- Advertisement -islamibank

রিয়ালের চতুর্থ গোলেও অবদান বেলিংহামের। তার বাড়ানো বল ধরে নিজের দ্বিতীয় গোল করেন ভিনিসিয়ুস। আর আলাভেসের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গুলের।

বড় ব্যবধানে জয় পেলেও আলাভেসও এদিন আক্রমণে কম যায়নি। দলটির ফুটবলাররা বেশ কয়েকবার থিবো কোর্তোয়াকে পরীক্ষায় ফেলেছেন।

ফুটবলের তথ্য-উপাত্ত গবেষণা প্রতিষ্ঠান অপটার পরিসংখ্যান বলছে, কোনো গোল হজম ছাড়াই মোট ১০টি সেভ করেছেন কোর্তোয়া, যা ২০০৮ সালের জানুয়ারিতে রিয়াল জারাগোজার বিপক্ষে ইকার ক্যাসিয়াসের পর রিয়ালের কোনো গোলকিপারের সর্বোচ্চ।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM