চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)তে ঝর্ণা দেখতে গিয়ে জুনায়েদ নামে সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে সে নিখোঁজ হয়।
খবর পেয়ে সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে ওই ঝর্নায় তল্লাশী শুরু করে। রাত ৮ টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
জুনায়েদের নিখোঁজের সংবাদটি জানায় তার সাথে চবিতে ঘুরতে আসা নগরীর প্রবর্তক স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র রিমন।
সে জানায়, প্রবর্তক স্কুলের কয়েকজন ছাত্রের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘুরতে আসে রিমন ও জুনায়েদ। দুপুর ১২টার দিকে সবাই ঝর্ণায় গোসল করতে নামেন। ১৫ মিনিটের মধ্যে সবাই উঠে এলেও জুনায়েদ নিখোঁজ থাকে।
ঝর্ণা ও তার আশপাশের পাহাড়ে অনেক খুঁজেও খোঁজ না পাওয়ায় সবাই শহরে ফিরে যান। বিকেলে জুনায়েদের পরিবারের লোকজন রিমনকে নিয়ে ক্যাম্পাসে আসেন।
এরপর বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে প্রশাসন ফায়ার সার্ভিসকে খবর দেন। দমকল বাহিনীর ডুবুরি টিম এলে যৌথভাবে ঝর্ণায় তল্লাশী শুরু করেন। রাত ৮টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।
তবে নিখোঁজ স্কুলছাত্র জুনায়েদকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তল্লাশী কার্যক্রম চলমান থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. অহিদুল আলম।
জেএন/পিআর