পশ্চিমবঙ্গে বজ্রপাতে ১১ জনের মৃত্যু

প্রতিবেশী ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গের মালদহে বজ্রপাতে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের বেশিরভাগই আম কুড়াতে গিয়ে নিহত হন। এছাড়াও আহতও হয়েছেন আরও বেশ কয়েকজন।

- Advertisement -

ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা হিন্দু জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ১৬ মে দুপুরে মালদহের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে।

- Advertisement -google news follower

বৃহস্পতিবার দুপুরের দিকে আচমকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয় মালদহের বিভিন্ন এলাকায়। এসময় পুরাতন মালদহের সাহাপুরে একইসঙ্গে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। মৃতরা হলেন, চন্দন সাহানি (৪০), রাজ মৃধা (১৬) ও মনোজিৎ মণ্ডল (২১)।

পাশাপাশি মানিকচকে রানা শেখ নামে আট বছরের এক বালকের মৃত্যু হয়েছে। হরিশ্চন্দ্রপুরে মৃত্যু হয় দম্পতি নয়ন রায় (২৩) ও প্রিয়াঙ্কা সিংহের (২০)। কুন্দরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন তারা। এছাড়াও ইংলিশবাজারের পঙ্কজ মণ্ডলও (২৩) মারা যান বজ্রপাতে।

- Advertisement -islamibank

বজ্রপাতে নিহতদের পরিবারকে ২ লক্ষ রুপি করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM