নিখোঁজ এক শিশুর খোঁজে পুকুরে তল্লাশী চলছে

পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, হতাহত ৫

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি পথচারীদের চাপা দিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

- Advertisement -

শুক্রবার (১৭ মে) রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর সড়কের মোড়ে বাটারফ্লাই পার্ক সংলগ্ন পুকুরে পড়ে যায় কনটেইনারবাহী লরিটি।

- Advertisement -google news follower

এতে আসাদুজ্জামান সানি (১৯) নামে ১ জন পথচারীর মৃত্যু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা লরির নিচে চাপা পড়া ৪ জন পথচারীকে উদ্ধার করতে পারলেও এক শিশু এখনো নিখোঁজ বলে জানা গেছে।

আহতরা হলেন, মোহাম্মদ ইমরান (৮), নুরুল আমিন(২১), তাসপিয়া (২০), নুসরাত (৩৫)।

- Advertisement -islamibank

ওয়াহিদ চৌধুরী নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা দুর্ঘটনার বিষয়ে বলেন, সাড়ে ৮টার দিকে পতেঙ্গা থেকে আসা একটি কনটেইনারবাহী লরি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

এক পর্যায়ে বেশ কয়েকজন পথচারীকে চাপা দেওয়ার পর বাটারফ্লাই পার্ক সংলগ্ন পুকুরে পড়ে যায়। পড়ে ফায়ার সার্ভিসের টিম এসে স্থানীয়দের সহায়তায় লরির নিচে চাপা পড়া ৫ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এক শিশু এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের টিম অভিযান চালাচ্ছে।

পতেঙ্গা ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহেদ কুতুবী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে। আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। একজন শিশু নিখোঁজ আছে বলে শুনেছি। পুকুরে তল্লাশি চালানো হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল মোস্তফা আশেক বলেন, আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়। এরমধ্যে আসাদুজ্জামান সানি নামের একজনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাকি চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ মর্গে রাখা আছে বললেন আশেক।

এদিকে পুকুরে পড়ে যাওয়া লরিটি উদ্ধারে পুলিশের রেকার ভ্যান পাঠানো প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান। তিনিও বলেন, নিখোঁজ শিশুকে উদ্ধারে তল্লাশী অব্যাহত আছে।

জেএন/এমআর/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM