ট্রাক উল্টে দুজন ধান কাটা শ্রমিক নিহত

দেশজুড়ে ডেস্ক :

সাতক্ষীরার তালায় ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে দুজন ধান কাটা শ্রমিক নিহত হয়েছে।

- Advertisement -

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এসময় আহত হয়েছে আরও ৭ জন শ্রমিক। পুলিশ ঘটনা স্থাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ তথ্য নিশ্চিত করেন তালা থানার অফিসার ইনচার্জ-ওসি মোঃ মমিনুল ইসলাম।

নিহতরা হলেন, খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৪৪) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (২৫) ।

- Advertisement -islamibank

আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কেটে মজুরী হিসাবে ২৫ থেকে ৩০ মণ ধান পায়।

তারা ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় সাইদুল গাজী ও মনিরুল ইসলাম নিহত হয়।

স্থানীয় দোকানী আবুল কালাম আজাদ জানান, খুলনা-পাইকগাছা সড়কের দুই ধারে সম্প্রসারণের জন্য খুড়ে রাখার কারণে মুলতঃ এই দুর্ঘটনা ঘটেছে।

তালা থানার অফিসার ইনচার্জ-ওসি মোঃ মমিনুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে এবং ট্রাকটি জব্দ করা হলেও চালক ট্রাক পালিয়ে গেছে।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM