বান্দরবান-নাইক্ষ্যংছড়ি সীমান্তে আবারও স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ মে) ভোর ৬টার সময় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী ৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকার বিপরীতে মিয়ানমার অংশে বিস্ফোরণটি ঘটে।
এনিয়ে গেল ১৪ দিনের মধ্যে ৩ দফা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে গত ১৪ তারিখ তুমব্রুতে। ৪ মে সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় ঘটে।
সীমান্তের বাসিন্দা মো. বাবুল হোসেন এবং নুর আলম জানান, সকালে তারা কয়েকজন মিলে বাগানের জঙ্গল পরিস্কার করতে যাচ্ছিলেন। এমন সময় মিয়ানমারের অনুমানিক ৫০ গজ ভেতরে ফুলতলী ৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় বিকট শব্দে বিষ্ফোরণের শব্দ শোনেন। এ কারণে ভয়ে তারা বাড়ি ফিরে আসেন।
তবে দুর্গম ও পাহাড়ি জনপদ হওয়াতে একাধিকবার চেষ্ঠা করেও দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি। ১১ বিজিবি অধিনায়কের সাথেও এ বিষয়ে জানতে একাধিক বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের কোনার পাড়ার বিপরীতে ওপারে গত মঙ্গলবার (১৪ মে) রাত ১০ টার পর প্রকট আওয়াজে একটি স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় বিকট শব্দে কেঁপে উঠেছে তুমরু বাজারসহ ৫ গ্রাম। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তারও আগে গত ৪ মে বিকেলে নাইক্ষ্যংছড়ি সীমান্ত পিলার-৪৭-৪৮ এর মধ্যবর্তী শূন্য লাইন হতে আনুমানিক ৩শত মিটার মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মি কর্তৃক স্থাপিত বান্ডুলা নামক ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ল্যান্ড মাইনের বিস্ফোরণে ২ বাংলাদেশি আহত হন। যাদের ২ পা উড়ে যায়। একজনের মূখ জলসে যায়।
বর্তমানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের একটি বিদ্রোহী বাহিনীর পুতেঁ রাখা স্থল মাইনের ভয়ে আতংক ছড়িয়ে পড়েছে।
জেএন/পিআর