শতবর্ষী পুকুর ভরাট করায় অর্ধলক্ষ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউপির ৪নং ওয়ার্ডস্থ পূর্ব হাসাবাদ গ্রামে শতবর্ষী একটি পুকুর ভরাটের খবর পেয়ে তাৎক্ষনিক অভিযানে যায় উপজেলা প্রশাসন।

- Advertisement -

এসময় হাতেনাতে প্রমাণ পাওয়ায় ওই গ্রামের মৃত বদরুজ্জামানের ছেলে মো. শাহাবুদ্দিনকে অর্ধলক্ষ টাকা জরিমানা এবং শতবর্ষী কলই পুকুরটি ৩ দিনের মধ্যে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য মুচলেখা নেওয়া হয়।

- Advertisement -google news follower

আজ শনিবার পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন।

তিনি বলেন, শতবর্ষী পুকুর ভরাটের অভিযোগ পেয়ে অভিযানে এসে তার সত্যতা পাওয়া যায়। ফলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে এক ব্যক্তিকে অর্থদন্ড দেওয়া হয়। তাছাড়া পুকুরটি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে ৩ দিনের সময় দিয়ে তার কাছ থেকে মুচলেখা নেওয়া হয়।

- Advertisement -islamibank

সীতাকুণ্ড মডেল থানা পুলিশের একটি টিম ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ অভিযানে উপস্থিত থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগীতা করেন।

জেএন/পিআর

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM